![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share_sports%2Fpublic%2Fimages%2F2021%2F12%2F08%2F1.jpg%3Fitok%3Dxx3lAhUY)
পাকিস্তানের বোলিংয়ে কাঁপছে বাংলাদেশ
ঢাকা টেস্টে শেষ পর্যন্ত ফলোঅন এড়াতে পারল না বাংলাদেশ। হতাশার ব্যাটিংয়ে প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ৮৭ রান। ফলোঅন এড়াতে না পারায় অনুমিতভাবে আবার ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বাংলাদেশের অবস্থা হ-য-ব-র-ল। পাকিস্তানের বোলারদের সামনে রীতিমতো কাঁপছে বাংলাদেশ।
২১৩ রানে পিছিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ দলীয় ২৬ রানে হারিয়ে ফেলেছে গুরুত্বপূর্ণ চার ব্যাটার। আগের ম্যাচে ডাক মারা অভিষিক্ত মাহমুদুল ফিরেছেন ৬ রানে। আরেক ওপেনার থেমেছেন ২ রানে। নাজমুল হাসান শান্ত করেছেন ৭, আর অধিনায়ক মুমিনুল করেছেন ৬ রান। দ্রুত উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের পথে বাংলাদেশ।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- টেস্ট খেলা