প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রয়োজন কী?
বাংলাদেশ যখন ভবিষ্যৎমুখী শিক্ষা সংস্কার নিয়ে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে, তখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা বোর্ড আইন, ২০২১ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের শিক্ষা, গবেষণা ও নীতি-নির্ধারণী কার্যক্রমে বিগত ষাট বছর ধরে কাজ করে যাওয়া ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠান তার ধারাবাহিক কাজের অংশ হিসেবেই মনে করে, এই খসড়া আইন বিষয়ে একটি একাডেমিক বিশ্নেষণ জরুরি। সেই লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এক দিনের কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ইনস্টিটিউটের সব শিক্ষক অংশগ্রহণ করে এবং তাদের মতামতের ভিত্তিতে একটি পর্যালোচনা প্রতিবেদন প্রস্তুত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি।