You have reached your daily news limit

Please log in to continue


Katrina-Vicky: ক্যাটরিনা কি সত্যিই ওকে ভালবাসে? নাকি এটা ভিকির কোনও কৌশল: মীর

লাখ কথা ছেড়ে কোটি কথায় পৌঁছে গিয়েছে ক্যাটরিনা কইফ-ভিকি কৌশলের বিয়ে। খবর, তাঁরা নাকি ১০০ কোটিতে ‘বিয়ে’ বিক্রি করছেন! কখনও শোনা যাচ্ছে, বিরহে দেশত্যাগ করছেন সলমন খান! তো কখনও, প্রাক্তন রণবীর কপূরের ছবির গান নিষিদ্ধ তারকা জুটির বিবাহ-বাসরে। বাংলাই বা বাদ যায় কেন তোলপাড় করা বলিউডি বিয়ে থেকে? মঙ্গলবার সক্কাল সক্কাল ‘সাসপেন্স’ ছড়িয়ে দিয়েছেন মীর আফসার আলি।

তাঁর ছোট্ট জিজ্ঞাসা, ‘ক্যাটরিনা কি সত্যিই ওকে ভালবাসে? নাকি এটা ভিকির কোনও কৌশল!’ মীরের ফোন বন্ধ। ফলে, জানা যায়নি ঠিক কী ভাবনা থেকে এমন জিজ্ঞাসা জন্মাল তাঁর মনে। যদিও তিনি সাফাই হিসেবে লিখেছেন, ‘খুবই অবাক হচ্ছি!’ এবং মীর যে কোনও সমসাময়িক বিষয় নিয়েই মজার ছলে নিজের মত ছড়িয়ে দিতে ভালবাসেন। অভিনেতা-সঞ্চালকের মন্তব্য মানেই তাতে শব্দের খেলা। যেমন, এখানেও তিনি ভিকির পদবি কৌশল নিয়েও রসিকতা করতে ছাড়েননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন