কুয়েট শিক্ষকের মৃত্যুতে,দুই শিক্ষকের পদত্যাগ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শিক্ষকরা আতঙ্কে রয়েছেন। ইতোমধ্যে কুয়েটের উপাচার্যের কাছে হল প্রভোস্টের দায়িত্ব থেকে পদত্যাগ করে পদত্যাগ পত্র জমাও দিয়েছেন দুই শিক্ষক।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রফেসর কল্যাণ কুমার হালদার পদত্যাগের এ বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগ করা প্রভোস্টরা হলেন- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর কল্যাণ কুমার হালদার ও ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর মো. হাবিবুর রহমান। কেউই হল প্রভোস্টের দায়িত্ব নিতে চাইছেন না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পদত্যাগ
- অস্বাভাবিক মৃত্যু