![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/12/07/iraq-explosion-071221-01.jpg/ALTERNATES/w640/iraq-explosion-071221-01.jpg)
সিরিয়ার বন্দরে ইসরায়েলের বিমান হামলা
সিরিয়ার লাতাকিয়া বন্দরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে গুদাম এলাকার কিছু কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে।
ওই বন্দর এলাকায় ইসরায়েলের এমন হামলা এটিই প্রথম বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এই হামলার খবরের ব্যাপারে কোনও মন্তব্য করেননি। সিরিয়ার প্রতিবেদনেও হতাহতের কোনও ঘটনার উল্লেখ করা হয়নি।