চট্টগ্রামে খালে পড়ে তলিয়ে গেছে শিশু
আড়াই মাসের মাথায় আবারও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে; খালে পড়ে তলিয়ে গেছে ১১ বছর বয়সী এক শিশু।কামাল উদ্দিন নামের শিশুটি সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর ষোলশহর ভূমি অফিস সংলগ্ন চশমা খালে পড়ে যায়। মঙ্গলবার বিকেলে সেই খবর পাওয়া পর সেখানে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি স্টেশনের লিডার বিপ্লব চন্দ্র মালাকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো ডুবুরিরা চেষ্টা করছে।
অতিরিক্ত আবর্জনার কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। “স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে। আবর্জনা সরাতে সিটি করপোরেশন থেকে একটি এক্সক্যাভেটর দিতে বলেছি, যাতে ময়লা সরানো যায়।” তলিয়ে যাওয়া কামাল ষোলশহর রেল স্টেশন এলাকার আলী কাওসারের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে কামাল সবার ছোট। কামালের সাথে মো. রাকিব নামে আরেকটি শিশুও সোমবার খালে পড়ে যায়। পরে সে উঠে আসতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মী বিপ্লব বলেন, “সোমবার কামাল ও রাকিব খালে নেমে ময়লার স্তূপের মধ্যে থেকে কিছু একটা তুলতে চেয়েছিল।