![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_3%2Fpublic%2Fimages%2F2021%2F12%2F07%2F2021_1.jpg%3Fitok%3DiHolbEPf%26timestamp%3D1638884182)
এক জুম কলে ৯০০ কর্মীকে বরখাস্ত!
এনটিভি
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:৩৫
এক জুম কলে ৯০০ কর্মীকে বরখাস্ত করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। ওই জুম কলে মর্টগেজ ফার্ম বেটার ডটকমের প্রধান নির্বাহী বিশাল গার্গ বলেছেন, ‘আপনি যদি এই কলে থাকেন তাহলে আপনি দুর্ভাগা সেই দলের সদস্য যাদের ছাঁটাই করা হচ্ছে।’
ওই কলটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।