কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চিপ সঙ্কটে স্থবির ক্যামেরা উৎপাদন, ভুক্তভোগী এবার সনি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:০৫

এবার বৈশ্বিক চিপ সঙ্কটের ভুক্তভোগীর তালিকায় নাম লিখিয়েছে সনি’র নতুন মিররলেস ক্যামেরা। চিপ সঙ্কটের প্রভাবে মিররলেস ভ্লগিং ক্যামেরা জেডভি-ই১০’র সকল আগাম অর্ডার স্থগিত করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের অগাস্ট মাসেই ক্যামেরাটি বাজারজাত করা শুরু করেছিল জাপানের অন্যতম শীর্ষ এই ক্যামেরা নির্মাতা।নিজস্ব ওয়েবসাইটে পোস্ট দিয়ে ক্যামেরার আগাম অর্ডার স্থগিত করার খবর জানিয়েছে সনি।


আপাতত নিজস্ব বিক্রয়কেন্দ্র বা পরিবেশক-- কারও মাধ্যমেই ক্যামেরাগুলো বিক্রয় না করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সনি’র নিজস্ব ওয়েবসাইটে পোস্টটির ইংরেজি অনুবাদ বলছে, “ডিজিটাল ইমেজিং পণ্য প্রসঙ্গে, সেমিকন্ডাক্টর চিপের বৈশ্বিক ঘাটতির প্রভাবে যন্ত্রাংশ ক্রয় বিলম্বিত হচ্ছে।” চলতি বছরে বৈশ্বিক চিপ সঙ্কটের প্রভাবে উৎপাদন থমকে গেছে সনি’র একাধিক পণ্যের। নভেম্বর মাসেই এ৭ ২, এ৬৪০০, এবং এ১৬০০ সিরিজের ক্যামেরার বিক্রি বন্ধ করে দিয়েছে সনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও