You have reached your daily news limit

Please log in to continue


যুবকের জিভ 'কেটে নিলেন' ২ মহিলা, কারণ জানলে চমকে উঠবেন!

তন্ত্রসাধনার জন্য 'কেটে নেওয়া' হল যুবকের জিভ? যুবকের জিভ কেটে নেওয়ার অভিযোগ উঠল ২ মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনের ফুলডাঙা গ্রামে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত ১ মহিলাকে গ্রেফতার করেছে পুলিস।

জানা গিয়েছে, জখম যুবকের নাম শমাই সরেন। বয়স ২০ বছর। সোমবার রাত ৮টা নাগাদ শমাই সরেন আর তাঁর বন্ধু মকুল পাশেই পাকু টুডুর বাড়িতে মদ্যপান করার জন্য এসেছিলেন। মদ্যপানের আসরে কোনও এক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। বচসা শেষে হাতাহাতিতে গড়ায়। সেইসময়ই পাকু টুডু ও আরেক মহিলা শমাই সরেনের জিভ কেটে নেয় বলে অভিযোগ। শৌচালয় থেকে এসে বন্ধু শমাই সরেনকে জিভ কাটা অবস্থায় দেখতে পান বন্ধু মকুল। সঙ্গে সঙ্গেই জখম শমাই সরেনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে প্রথমে বর্ধমানে, পরে কলকাতায় এসএসকেএমে রেফার করা হয় তাঁকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন