ব্র্যাকের দুই চা–বাগান সিটির হাতে

প্রথম আলো শ্রীমঙ্গল প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ১৫:৪৬

এবার সিটি গ্রুপের সাম্রাজ্য বিস্তৃত হচ্ছে চায়ের রাজ্যে। মাত্র দুই মাসের ব্যবধানে তিনটি বড় চা–বাগান কিনে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীটি। এর মধ্যে গতকাল সোমবার বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে একসঙ্গে দুটি চা–বাগান কিনেছে তারা। সব মিলিয়ে সিটি গ্রুপের মালিকানায় এখন ছয়টি চা–বাগান রয়েছে। আর বাজারে তাদের চায়ের ব্র্যান্ড নাম হচ্ছে ‘বেঙ্গল টি’।


জানা গেছে, সিটি গ্রুপ গত অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত জুলেখা নগর চা–বাগান কিনেছে। গতকাল ব্র্যাকের কাছ থেকে তাদের চট্টগ্রামের ফটিকছড়ির কর্ণফুলী চা–বাগান এবং একই জেলার রাঙ্গুনিয়ার কোদালা চা–বাগান কেনার ব্যাপারে চুক্তি করেছে বড় এই গ্রুপ। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এই চুক্তি সই হয়। এর আগে ২০১৫ সালে ব্র্যাকের কাছ থেকে চট্টগ্রামের বাঁশখালীর চান্দপুর বেলগাঁও চা–বাগান কিনে নিয়েছিল সিটি গ্রুপ। তবে নতুন দুটি চা–বাগানের শেয়ার কত টাকায় কেনাবেচা হয়েছে, তা দুই পক্ষের কেউই বলতে চাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও