![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/12/07/flavored-rice-071221-01.jpg/ALTERNATES/w640/flavored-rice-071221-01.jpg)
সুগন্ধী কালোজিরা ধান কাটা শুরু বগুড়ায়
পোলাওয়ের চাল আসে যেসব ধান থেকে সেই সুগন্ধী স্যাল্লা, কালোজিরা, ব্রি-৩৪ ধানের মৌসুম শুরু হয়েছে বগুড়ায়। এর মধ্যে বাণিজ্যিকভাবে বেশি চাষ হয় সুগন্ধী ব্রি-৩৪, যা অধিক লাভজনক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পোলাওয়ের চাল আসে যেসব ধান থেকে সেই সুগন্ধী স্যাল্লা, কালোজিরা, ব্রি-৩৪ ধানের মৌসুম শুরু হয়েছে বগুড়ায়। এর মধ্যে বাণিজ্যিকভাবে বেশি চাষ হয় সুগন্ধী ব্রি-৩৪, যা অধিক লাভজনক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।