![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feducation%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fprimary-20211207135434.jpg)
যেভাবে হবে প্রাথমিকের শিক্ষার্থী মূল্যায়ন
চলতি বছর প্রাথমিকের কোনো শ্রেণিতে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করবে। তবে কোন প্রক্রিয়ায় বা কোন কোন বিষয়ে ওপর মূল্যায়ন করা হবে এ নিয়ে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ ও উৎকণ্ঠা।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা বলেন, চলতি বছর প্রাথমিকে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এর পরিবর্তে নিজ নিজ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করে তাদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করবে।