কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাপের হাত থেকে বাঁচতে ১৮ লাখ ডলারের বাড়ি পুড়িয়ে দিলেন মালিক

www.tbsnews.net মেরিল্যান্ড প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ১৩:২৩

নিজেকে রক্ষা করতে মানুষ একেবারে চরম সীমায় পৌঁছে যেতে পারে। কিন্তু কখনো কখনো তার এই প্রচেষ্টাই আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে তেমনই ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা সাপ তাড়ানোর জন্য ধোঁয়া তৈরি করতে কয়লা পোড়ান বাড়ির মালিক। কিন্তু তা থেকে অসাবধানতাবশত আগুন লেগে পুড়ে যায় তার ১০ হাজার বর্গফুটের সম্পত্তি। 


বার্তা সং স্থা সিএনএনের খবরে উঠে এসেছে এটি। আগে থেকেই নাকি সাপের উৎপাত সইছিলেন এই মালিক ও তার ভাড়াটেরা। সাপকে খুঁজে বের করতে তিনি প্রথমে কয়লা জ্বেলে ধোঁয়া তৈরি করেন। কিন্তু ভুলবশত কয়লাগুলোকে বাসার দাহ্য পদার্থের খুব কাছে রেখে ফেলেন; তারই পরিণামে বাড়িসুদ্ধ আগুনে জ্বলে ওঠে। 


মন্টগোমারি কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান মুখপাত্র পিট পিরিঞ্জার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুড়ে যাওয়া বাড়িটির বেশ কিছু ছবি শেয়ার করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে