You have reached your daily news limit

Please log in to continue


মাইকিং করে গ্রাহক খুঁজছে পল্লিবিদ্যুৎ

টাঙ্গাইলের গোপালপুরসহ ১৭৪ উপজেলায় নির্দেশ না দেওয়া পর্যন্ত মাইকিং করে বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী গ্রাহক খুঁজে দ্রুত সংযোগ প্রদান করতে হবে। এ নির্দেশনার প্রেক্ষিতে গোপালপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হলেও যাতে কোনো একজন বিদ্যুৎ প্রত্যাশী গ্রাহকও এ থেকে বিরত না থাকে এ জন্য গোপালপুরের প্রতিটি এলাকায় মাইকিং করে জোরালো প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ পল্লিবিদ্যুৎ সমিতি-১ এর গোপালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. মজিবুল হক।

জানা যায়, মুজিব বর্ষে সবার জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে শিগগিরই দেশের ১৭৪ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠ পর্যায়ের অফিসে সর্বশেষ ব্যবস্থা গ্রহণে গত রোববার বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক খালেদা পারভীন স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন