‘বিশেষ বিধানে’ বিয়ের তথ্য নেই সরকারের কাছেও
প্রথম আলো
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:১৯
২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ ধারায় আদালতের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কের ‘সর্বোচ্চ স্বার্থে’ দেশে এ পর্যন্ত কটি বিয়ে সম্পন্ন হয়েছে, সে তথ্য নেই সরকারের কাছে। আইনটি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সংস্থা মহিলাবিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা ও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যে ছক পূরণ করে অধিদপ্তরে তথ্য পাঠান, তাতে আইনের বিশেষ বিধানে বিয়ের বিষয়টি উল্লেখ নেই। অথচ ২০১৮ সালে বাল্যবিবাহ নিরোধ আইনের বিধিমালায় যে ফরম বা ছকের উল্লেখ আছে, তাতে বিশেষ বিধানকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।