মুসলমানদের করোনা হয় না: এমন ফতোয়া দেন রাজারবাগের পীর
প্রথম আলো
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২১, ০৭:০৪
করোনা কোনো মহামারি নয়, রোগও নয়, এটা হচ্ছে কাফির–মুশরিক ও তাদের গোলামদের প্রতি কাট্টা কঠিন মহাগজব। মুসলমানদের কখনো করোনা হবে না। তাই মাস্ক পরাও কুফরি ও শিরকি—এই ফতোয়া দিয়েছেন রাজারবাগ দরবার শরিফের পরিচালক কথিত পীর দিল্লুর রহমান। বছরের পর বছর রাষ্ট্রীয় নীতি ও সরকারি নির্দেশনা অমান্য করে নিয়মিত এমন নানা ফতোয়া দিয়ে আসছেন তিনি।
কথিত এই পীরকে নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) রোববার হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।