রক্তাল্পতায় ভুগছেন না তো? শুধু মহিলারা নন, Anemia-য় ভোগেন এখন পুরুষরাও!
zeenews.india.com
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ২০:০৯
রক্তাল্পতার কথা উঠলেই মহিলাদের কথাই সাধারণত ওঠে। এবং এ কথা ঠিক যে, এ দেশে মেয়েরাই বেশির ভাগ সময়ে রক্তাল্পতায় ভোগেন। তবে, তার মানে, এটা মনে করার কোনও মানেই হয় না যে, পুরুষেরা রক্তাল্পতায় ভোগেন না। আজকাল পুরুষদের মধ্যে থেকেও রক্তাল্পতায় ভোগার ঘটনা শোনা যাচ্ছে।
যেসব পুরুষ রক্তাল্পতায় ভুগছেন, তাঁদের কিছু লক্ষণও আছে। সেগুলি দেখা গেলে সতর্ক হওয়া দরকার।
যেমন, টিনিটাস-- অনেক সময়ে পুরুষদের কানে রক্তপ্রবাহ কমে যায়। এর ফলে কানে ভোঁ ধরে যায়। কানে একটা 'বাজিং সাউন্ড' হয়।
হেয়ার লস-- অনেক সময় সার্জারি হলে বা কোনও টিউমার থাকলে শরীরে আয়রন কমে যায়। এর ফলে শরীরে হিমোগ্লোবিনও কমে যায়। এ পরিস্থিতিতে শরীরে অক্সিজেনেটেড ব্লাডের প্রবাহ কমে যায়। এটা প্রথম বোঝা যায় চুল পড়া থেকে।