You have reached your daily news limit

Please log in to continue


একের পর এক বন্ধ হচ্ছে কলকাতার সিরিয়াল

গত কয়েক দিনে কলকাতার একাধিক বাংলা সিরিয়াল শেষ হওয়ার খবর পাওয়া গেছে। শ্রীকৃষ্ণভক্ত মীরা, সাঁঝের বাতি ২ শেষ হলো, তা তো পরিষ্কার। আগামী কয়েক দিনের মধ্যেই শ্রীময়ীর সফরও শেষ হবে বলে জানা গেছে। এর মাঝেই আরো এক ধারাবাহিকের জার্নি মাঝপথেই থমকে গেল। এন্টারটেন বাংলার শো ‘সাগরজ্যোতি'র। গত ২৩ অগস্ট থেকে সফর শুরু হয়েছিল ‘সাগরজ্যোতি’র। তবে তিন মাস যেতে না যেতেই শেষ হলো। 

প্রযোজনা সংস্থা এসভিএফের ব্যানারের এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাহুল দেব বসু এবং নবনীতা মালাকার। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুলদেব। এর আগে ‘বাজলো তোমার আলোর বেণু'র মতো হিট মেগার মুখ দেখেছেন তিনি। কিন্তু সেই জনপ্রিয়তাও কাজে এলো না। একেবারে নতুন চ্যানেলে খুব বেশি কিছু করে দেখাতে পারেননি রাহুল দেব-নবনীতারা। টিআরপি শুরু থেকেই থেকেছে তলানিতে। আর এবার সাগরজ্যোতির সফর শেষের ঘোষণা করে দিলেন অভিনেতা নিজেই।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন