ব্যাংকিং খাত কি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে?
দেশে ক্রমবর্ধমান অবৈধ সম্পদের সঙ্গে তাল মিলিয়ে খেলাপি ঋণ পুনরুদ্ধার কার্যক্রম ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলোর নগদ অর্থের প্রবাহ এবং আয়কে প্রভাবিত করেছে, যা উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকগুলো তাদের নন-পারফর্মিং লোন (এনপিএল) থেকে ৪ হাজার ১৯৫ কোটি টাকা পুনরুদ্ধার করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৩ হাজার ৭৫১ কোটি টাকা।
তবে এই পুনরুদ্ধার মহামারির আগের সময়ের তুলনায় খুবই কম। ফলে ব্যাংকগুলোর কার্যক্রম পরিচালনা ও ঋণ প্রদান বাধাগ্রস্ত হচ্ছে।২০২০ সালে ব্যাংকগুলো তাদের সম্মিলিত নন-পারফর্মিং লোন থেকে ৫ হাজার ৮০২ কোটি টাকা পুনরুদ্ধার করেছে, যেটি এর আগের বছরে ছিল ১৫ হাজার ৪৬৬ কোটি টাকা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৪ সপ্তাহ আগে
৯ মাস আগে