যদি অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন: আরিফিন শুভ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ১৩:০৭

গত ৩ (শুক্রবার) ডিসেম্বর মুক্তি পায় আরিফিন শুভ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। তার আগের দিন ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। ওই অনুষ্ঠানে ‘মিশন এক্সট্রিম’ দেখার আহ্বান জানাতে গিয়ে ৭১-কে ‘সেভেনটি ওয়ান’ এবং ৫২-কে ‘ফিফটি টু’ বলেন শুভ। একই সঙ্গে সিনেমাটি দেখাকে দেশপ্রেমের সঙ্গেও তুলনা করেন তিনি। এরপর সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয় তার ব্যাপক সমালোচনা। সে অনুষ্ঠানে আরিফিন শুভ ‘বঙ্গবন্ধু’ সিনেমায় শুটিংয়ের পোশাক ও মাথায় ‘বঙ্গবন্ধু’ লেখা টুপি পরা নিয়েও হয় সমালোচনা।  পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এই নায়ক।


৫ ডিসেম্বর (রোববার) নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে আপলোড করা এক ভিডিও বার্তায় এই ক্ষমা চান শুভ। শুভ বলেন, “আমার ক্ষুদ্র প্রয়াস, যে চরিত্রটিতে কাজ করছি সে চরিত্রটিতে বসবাস করার জন্য। এখানে আহামরি কোনো বিষয় নেই। ‘বঙ্গবন্ধু’র শুটিং যখন শুরু হয় তখন কেউ যদি আমাকে দেখে থাকেন, তাহলে দেখবেন আমি অফস্ক্রিনেও এ কাপড় পরে থাকতাম। তখন অবশ্য মাথায় কোনো কাপড় পরতাম না। পরে অবশ্য অনেকে আমার মাথায় কিছু না কিছু দেখেছেন। এর একটি কারণ আছে, সে কারণটি বলতে চাই ক্ষোভে দুঃখে। কিন্তু আমি তা বলবো না, তাতে আমার অন্য আরেকটি সন্তানের ক্ষতি হবে, তার নাম ‘নূর’।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও