৫ রানে ৫ উইকেট হারিয়ে নিউ জিল্যান্ডের রেকর্ড ব্যবধানে হার
মুম্বাই টেস্টে নিউ জিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয় ভারতের। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল।ইনিংস ব্যবধানের হারগুলোর বাইরে রানের হিসেবে এটিই নিউ জিল্যান্ডের টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে হার, ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জয়। অথচ এই ম্যাচে ইনিংসে ১০ উইকেট আর ম্যাচে ১৪ উইকেট নিয়ে ইতিহাস গড়েন নিউ জিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। কিন্তু তার ব্যক্তিগত অর্জন রঙিন হলো না দলের পারফরম্যান্সে। জয়ের জন্য চতুর্থ দিনে ভারতের প্রয়োজন ছিল ৫ উইকেট। সোমবার স্রেফ ১১.৩ ওভারেই তারা আদায় করে নেয় উইকেটগুলো।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্র যদিও শুরুটা ভালো করেছিলেন। তবে এই জুটি ভাঙার পর আর কেউ গড়তে পারেননি কোনোরকম প্রতিরোধ।আগে বিদায় নেন রবীন্দ্র। জয়ন্ত যাদবকে টানা দুটি চার মারার পর বাঁহাতি ব্যাটসম্যান ক্যাচ দেন স্লিপে। নিজের পরের ওভারেই জয়ন্ত ফেরান কাইল জেমিসন ও টিম সাউদিকে। এই অফ স্পিনার এরপর নিজের পরের ওভারে আউট করেন উইলিয়াম সমারভিলকে।