স্থলবন্দরে নিয়ন্ত্রণ বাড়ান

কালের কণ্ঠ সম্পাদকীয় প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ১১:৩৬

শ্ব যখন করোনা মহামারির চতুর্থ ঢেউ মোকাবেলা করছে, তখনই এলো আরেক নতুন বিপদ। করোনাভাইরাসের নতুন এক ধরন। এর নাম দেওয়া হয়েছে ‘ওমিক্রন’। বিজ্ঞানীরা বলছেন, এটি আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রমণক্ষম। সারা বিশ্বই ভাইরাসের নতুন এই ধরনটি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একে উদ্বেগের কারণ বা ‘ভেরিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে উল্লেখ করেছে। এরই মধ্যে ওমিক্রন ৪০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত পাঁচজন রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত কাউকে শনাক্ত করা না গেলেও চিকিৎসাবিজ্ঞানীরা মনে করছেন, বাংলাদেশও ওমিক্রন ছড়ানোর উচ্চ ঝুঁকিতে রয়েছে। কিন্তু এখনো দেশে যথেষ্ট সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও