ব্রাজিলিয়ানের গোলে জিতে গডফাদার-বরণ রোনালদোদের
তাকে ধরা হয় আধুনিক জার্মান প্রেসিং ফুটবলের ‘গডফাদার’। সেই র্যালফ র্যাংনিককেই সপ্তাহখানেক আগে ‘অন্তর্বর্তীকালীন’ কোচ করে এনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল থিয়েটার অফ ড্রিমসে হয়ে গেল তার অভিষেকও। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোরা ১-০ গোলের জয় দিয়েই গডফাদারকে বরণ করে নিয়েছেন।
ওলে গুনার সোলশায়ার যুগের শেষভাগে যা অনুপস্থিত ছিল, তারই যেন দেখা মিলেছে গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে। ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য ছিল রেড ডেভিলদের। ফিনিশিংয়ের ব্যর্থতার পাল্লাটা একটু কম ভারী হলে ফলাফলটা আরও স্বাস্থ্যবান হতেই পারত।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে