![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252Fbd7538e8-d26f-45fd-933a-5fcdbb52aa7d%252Ffield.webp%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
দেশের ১০ লাখ হেক্টর জমি অতিরিক্ত লবণাক্ত
বাংলাদেশের প্রায় ২৫ শতাংশ উপকূলীয় এলাকা। এ এলাকার ১৮টি জেলার ১০ লাখ হেক্টরের বেশি জমি বিভিন্ন মাত্রায় লবণাক্ত। এই লবণাক্ততা এখানকার ফসলের উৎপাদন বৃদ্ধির প্রধান অন্তরায়।
বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আজ রোববার ঢাকার একটি হোটেলে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। ‘সয়েল অ্যাটলাস অব বাংলাদেশ’ নামে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয় সেমিনারে। বইটি বের করেছে বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট।