2020 সালে ভারতে নিষিদ্ধ হয়েছিল PUBG Mobile। এর পরে 2021 সালে একই ডেভেলপারের তরফ থেকে ভারতে লঞ্চ হয়েছিল Battlegrounds Mobile India। লঞ্চের পর থেকেই গ্রাহকরা নিজেদের PUBG Mobile এর ডেটা নতুন গেমে ট্রান্সফার করে BGMI খেলতে পারেন। এবার PUBG Mobile থেকে Battlegrounds Mobile India গেমে ডেটা ট্রান্সফার করার সময়সীমা বেঁধে দিল এই গেমের ডেভেলপার Krafton। কম্পানির তরফ থেকে জানানো হয়েছে 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে এই কাজ। লঞ্চের পর থেকে BGMI গ্রাহকরা PUBG Mobile এর ডেটা Twitter, Facebook লগ ইনের মাধ্যমে নতুন গেমে ট্রান্সফার করতে পারতেন। তবে 5 নভেম্বর থেকে এই গেমে Facebook এর মাধ্যমে লগ ইনের সুবিধা বন্ধ হয়েছিল।
You have reached your daily news limit
Please log in to continue
PUBG-র ডেটা BGMI-তে ট্রান্সফার করার শেষদিন কবে? জানুন
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন