![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/Face-with-tears-of-joy-is-once-again-the-most-used-emoji-2112051239.jpg)
এ বছরের সবচেয়ে জনপ্রিয় ইমোজি ‘আনন্দের অশ্রু’
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমোজি বেশ জনপ্রিয়। মনের ভাষা কিংবা অনুভূতি বোঝাতে পাইলের পর লাইন লেখার প্রয়োজন পরে না এখন আর। একটা ইমোজি দিয়েই বোঝাতে পারবেন আপনার কথা। হাতে কম সময় থাকলেও ইমোজির মাধ্যমে রেসপন্স পাঠিয়ে দেওয়া যায়।