কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশে ২০ শতাংশ বেশি বিদ্যুৎ দেবে ভারত

ঢাকা পোষ্ট ভারত প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:২৮

প্রতিবেশি দুই দেশের মাঝে ১১ বছর আগের স্বাক্ষরিত এক চুক্তি নবায়ন করে বাংলাদেশকে আরও ২০ শতাংশের বেশি বিদ্যুৎ সরবরাহ করছে ভারত। ২০১০ সালের ওই চুক্তি আরও পাঁচ বছরের জন্য নবায়ন করায় বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি হবে বলে রোববার ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


নতুন চুক্তি অনুযায়ী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি করপোরেশন লিমিটেড (টিএসইসিএল) বাংলাদেশে ১৯২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। আগে বাংলাদেশে টিএসইসিএলের বিদ্যুৎ সরবরাহের এই পরিমাণ ছিল ১৬০ মেগাওয়াট।


২০১০ সালের ১১ জানুয়ারি বাংলাদেশ-ভারতের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিদ্যুতের মূল্য নির্ধারণ করে দ্বিপাক্ষিক ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল। চলতি বছরের ১৬ মার্চ এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে বলে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও