![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252F254c253c-f834-485a-b92f-87d351cced30%252FNagaland.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ভারতের সেনাদের ‘ভুলে’ গুলি, নিহত ১৪ গ্রামবাসী
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য নাগাল্যান্ডে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে রাজ্যের স্থানীয় জাতিগোষ্ঠীর অন্তত ১৪ জন ও নিরাপত্তা বাহিনীর ১ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, তাদের গুলিতে ভুলক্রমে এ প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির সরকারি ও সামরিক কর্মকর্তারা রোববার রয়টার্সকে এ তথ্য জানান।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গতকাল শনিবার গভীর রাতের এ ঘটনায় বেসামরিক লোক নিহত হওয়ার খবরে তিনি ‘ব্যথিত’। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও রয়টার্সকে বলেছেন, এ ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। ঘটনাটির জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি।