You have reached your daily news limit

Please log in to continue


গ্যালাক্সি এ সিরিজের আরও স্মার্টফোন আনছে স্যামসাং

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ‘সম্ভবত’ ২০২২ সালেও বেশ কয়েকটি গ্যালাক্সি এ সিরিজের পানি নিরোধক মধ্যমানের স্মার্টফোন আনছে।

জিএসএমএরিনা বলছে, প্রতিষ্ঠানটি এরইমধ্যে পানি নিরোধক আধা ডজনেরও বেশি গ্যালাক্সি এ সিরিজের ফোন লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে গ্যালাক্সি এ৫২, এ৫২ ৫জি, এ৫২এস ৫জি এবং এ৭২।

স্যামসাং এই স্মার্টফোনগুলিতে ধুলা এবং পানি প্রতিরোধে আইপিএক্সএক্স মান নিশ্চিত করতে “মেমব্রেন উপাদান” এবং পানি নিরোধক সিলিকন ব্যবহার করবে বলে জানিয়েছে ভারতীয় দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন