শিশুর জন্য কফের সিরাপ ভালো না মন্দ
শিশু সর্দি-কাশিতে ভুগলে মা-বাবা ও অভিভাবক নিজেদের সিদ্ধান্তে বা দোকানির পরামর্শে কফ-কাশির সিরাপ তাকে সেবন করান। এসব সিরাপ ওভার দ্য কাউন্টার মেডিসিন, অর্থাৎ এটি কিনতে ব্যবস্থাপত্র লাগে না। এক সমীক্ষায় দেখা গেছে, শিশুরোগ বিশেষজ্ঞের মতামত উপেক্ষা করে ২ বছর বা কোনো কোনো ক্ষেত্রে ৬ মাস বয়সের নিচের শিশুকে ৪০ শতাংশ মা-বাবা এ ধরনের ওষুধ সেবন করান। এতে নানামুখী বিপদের সম্মুখীন হতে পারে শিশুরা।
শিশু স্বাস্থ্য গবেষণায় কফ-কাশির এসব সিরাপের বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা হয়েছে। মূল উপাদান কোডিন, ডেকসট্রো-মিথোরফেন শিশুর জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেন আমেরিকার চেস্ট মেডিসিনের প্রধান বিজ্ঞানী। অস্ট্রেলিয়ায় দুটি পেডিয়াট্রিকস হাসপাতালে শিশুর খুসখুসে কাশি কমানোর সিরাপ, কফ আলগা করার ওষুধ, অ্যান্টি–হিস্টামিন, নাসারন্ধ্র খোলা রাখার ড্রপ, শ্বাসনালি প্রসারণে ব্যবহৃত ব্রঙ্কোডাইলেটর ইত্যাদি ওষুধের চিকিৎসা এবং ওষুধ ছাড়া ব্যবস্থাপনার তুলনামূলক গবেষণা করা হয়েছে।