কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতিদিন মৃত্যু, প্রতিদিন শোক, প্রতিদিন ‘উন্নয়ন’

প্রথম আলো হাসান ইমাম প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫৭

‘মৃত্যু’ আগে থেকেই পরিসংখ্যানের সমনাম হয়ে আছে এ দেশে। হাল-আমলে তা বুঝি পরিসংখ্যানে মর্যাদাও হারাতে বসেছে। যত পন্থায়, যত কায়দায় অপঘাত–মৃত্যুর ফাঁদ পাতা এ দেশে, তাতে অকালে প্রাণহানিকে আর সংখ্যায় ধারণ করা যাচ্ছে না, তা রূপ নিয়েছে ‘মিছিলে’। কে না জানে, মিছিল সংখ্যায় আঁটে না, আকারে জানান দেয়, বিষয়ের গুণে সে তাৎপর্যময়। প্রতিদিন একটু একটু করে বাড়ছে মৃত্যুর এই মিছিল, কিন্তু তার ‘তাৎপর্য’ নিয়ে কোথাও কোনো আলোড়ন নেই।


নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর আহাজারির মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও চাঁদপুর সরকারি কলেজের তিন শিক্ষার্থী ঊর্মি মজুমদার, সাকিবুল হাসান ও মাহবুবুল ইসলামের মরদেহ আসল আমাদের উঠানে। তাঁদের শেষকৃত্যের প্রস্তুতির মধ্যে জানা গেল, চট্টগ্রামের আরেক শিক্ষার্থী সাদিয়া আফরোজের মৃত্যুসংবাদ। আর গতকাল রাজধানীর বিমানবন্দর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদি হাসান। চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলক্রসিং এলাকায় গতকাল সকালে ডেমু ট্রেনের সঙ্গে তিন গাড়ির সংঘর্ষে মারা যান তিনজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও