কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফল ও সবজির আর্ট

নিউজ বাংলা ২৪ প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৫:৪৭

উপকরণ শুধু একটি জাকটু ছুরি আর কিছু ফল-সবজি। জাপানের শিল্পী গাকু এই ছুরি দিয়েই ওই ফল ও সবজিতে খোদাই করে করে তৈরি করছেন অভূতপূর্ব সব ভাস্কর্য। যদিও ক্ষণস্থায়ী, কিন্তু তৈরি করার পর ওই ফল বা সবজিগুলোর সৌন্দর্য দেখে আশ্চর্য না হয়ে উপায় নেই। অডিটি সেন্ট্রালের এক প্রতিবেদন জানাচ্ছে, গাকু জাপানের ঐতিহ্যবাহী খাদ্য-খোদাই আর্ট মুকিমোনো থেকে অনুপ্রাণিত হয়েই এই কাজগুলো করতে আগ্রহী হয়েছিলেন।


প্রথমে তিনি গ্রোসারি দোকান থেকে বিভিন্ন ফলমূল এবং সবজি কিনে আনেন। তারপর সেগুলোতে খোদাই করে নানা রকম আকর্ষণীয় প্যাটার্ন তৈরি করেন। এর মধ্যে জ্যামিতিক ডিজাইন থেকে শুরু করে ঐতিহ্যবাহী মোফিট এবং পশুপাখির আকৃতিও থাকে। এসব করতে সবার প্রথমে দরকার হয় অসীম ধৈর্যক্ষমতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও