কুকুরদের দুঃখ ভোলাতে আসছে ‘ডগ টিভি’

www.tbsnews.net প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:০৮

প্রভুভক্ত অথবা মানুষের বন্ধুপ্রাণির তালিকায় কুকুরের নাম আসবে সবার আগে। অনেকেই কুকুরের সাথে সোফায় বসে টিভি দেখেন, পপ কর্ন খেতে খেতে নেটফ্লিক্সে তার পছন্দের সিরিজ উপভোগ করেন। তবে এবার প্রথমবারের মতো কুকুরের জন্য যুক্তরাজ্যে বিশেষায়িত টিভি চ্যানেল 'ডগ টিভি' আসছে।


দীর্ঘ তিন বছর গবেষণা শেষে চ্যানেলটি সম্প্রচারিত হতে যাচ্ছে। কুকুরের মধ্যে থাকা সেপারেশন এংজাইটি (মালিক বা পরিবার থেকে বিচ্ছেদের কারণে ঘটা উদ্বেগ, উৎকণ্ঠা), একাকীত্বে ভোগার মতো বিষয়গুলো নিয়ে চ্যানেলটির অনুষ্ঠানমালা সাজানো হবে বলে জানানো হয়েছে। এসব অনুষ্ঠানের মাধ্যমে কুকুরের মালিকেরা তাদের এই বন্ধুকে আরও ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও