দুই কোরিয়ার সীমানার মাঝামাঝি জাদুঘর, বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকেন তত্ত্বাবধায়ক!
www.tbsnews.net
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:০৬
শিল্পের সবসময়ই একটা অন্য রকম ক্ষমতা আছে বলেই আমরা জানি। অনেক সময় এই শিল্প হয়ে উঠতে পারে বিপজ্জনক কিছু। কিন্তু সম্প্রতি চালু হওয়া একটি জাদুঘর যেন সেই বিপদকে সর্বোচ্চ সীমায় নিয়ে গেছে।
বলা হচ্ছে 'ইউনিমারু' নামের একটি জাদুঘরের কথা। ইউনিমারুর অবস্থানই এটিকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বলা যায়, অনেকটা হাঙরের মুখের কাছে পা বাড়ানো। কোরিয়ান ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) বা কোরীয় নিরস্ত্রীকরণ অঞ্চলে এই জাদুঘরের অবস্থান। ডিএমজেড একটি নো ম্যান'স ল্যান্ড যা উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আলাদা করেছে।
২০২১ সালের সেপ্টেম্বরে ইউনিমারু জাদুঘরের উদ্বোধন করা হয়। উদ্বোধনীর দিন '২০২১ ডিএমজেড আর্ট অ্যান্ড পিস প্ল্যাটফর্ম' শিরোনামে ৩২ জন শিল্পীর ৩৪টি শিল্পকর্ম প্রদর্শিত হয় এখানে।
- ট্যাগ:
- জটিল
- সীমান্ত
- আজব রীতি
- বুলেটপ্রুফ