নাগ‌রিকত্ব হারা‌নোর ঝুঁকিতে লা‌খো ব্রিটিশ-বাংলা‌দেশি

বাংলা ট্রিবিউন যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:০২

ব্রিটে‌নের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প‌রিকল্পনা বাস্তবায়ন হ‌লে কোনও নো‌টিশ ছাড়াই ব্রিটিশ নাগ‌রিকত্ব হারাতে পা‌রে ব্রিটিশ বাংলা‌দেশিসহ ৬০ লাখ নাগ‌রিক। আইন‌টি পাস হ‌লে, ব্রিটে‌নে এথ‌নিক মাই‌নো‌রি‌টি ক‌মিউ‌নি‌টি থে‌কে আসা প্রতি পাঁচ জ‌নের ম‌ধ্যে দুই জন নাগ‌রিকত্ব মর্যাদা হারা‌নোর ঝুঁকিতে পড়‌বেন।


অফিস ফর ন‌্যাশন‌াল স্ট্যাটিসটিকসের সাম্প্রতিক প‌রিসংখ‌্যা‌নে দেখা গে‌ছে, শ্বেতাঙ্গদের ম‌ধ্যে ৪১ শতাংশ নাগ‌রিক কোনও নো‌টিশ ছাড়াই নাগ‌রিকত্ব হারা‌তে পা‌রেন। জানা গে‌ছে, ২০০৬ সাল থে‌কেই ব্রিটে‌নের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ব্রিটিশ জনগ‌ণের স্বা‌র্থে দ্বৈত নাগ‌রিক‌দের নাগ‌রিকত্ব বা‌তি‌লের ক্ষমতা বিদ‌্যমান র‌য়ে‌ছে। ২০১৪ সা‌লে রা‌ষ্ট্রের হা‌তে নাগ‌রিকত্ব বা‌তি‌লের এ ক্ষমতা বাড়া‌নো হয়। তখন নিয়ম করা হয়, বি‌দে‌শে জন্ম নেওয়া ব্রিটিশ নাগ‌রিক‌দের ক্ষে‌ত্রে দ্বৈত নাগ‌রিকত্ব নেই, এমন নাগ‌রিক‌দেরও সরকার ব্রিটে‌নের স্বা‌র্থে চাইলে রাষ্ট্রহীন কর‌তে পার‌বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে