Beard Dandruff: দাড়িতে খুশকি? কী করবেন, কী করবেন না
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১৩:৪৬
শীতকাল মানেই শুধু বড়দিনের কেক, রঙিন জ্যাকেট? তেমন তো নয়। সে সব আহ্লাদের সঙ্গে আছে কিছু মরসুমি ঝঞ্ঝাটও। যেমন ত্বক শুষ্ক হয়ে যাওয়া, খুশকির সমস্যা। বাতাসে হিমেল ভাব দেখা দিতে না দিতেই ত্বক শুষ্ক হতে থাকে। তালুর ত্বক অতি শুষ্ক হয়ে খুশকির সমস্যা বাড়ে। ফলে এ সময়ে ত্বকের সঙ্গে চুলের যত্নও হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই খুশকির সমস্যা যদি দাড়িতেও দেখা দেয়? দাড়িতে খুশকির কথা শুনে অবাক হচ্ছেন? কিন্তু এমন সমস্যা অনেকেরই হয়। শীতকালের এই অস্বস্তি সামলাতে কী করবেন?
- ট্যাগ:
- লাইফ
- জীবন চর্চা
- শীতকাল
- খুশকি দূর করার উপায়
- দাঁড়ি