![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftravel%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fuzall-vai-20211205121146.jpg)
নীলাভ জলে ডলফিন নাচে পর্যটকবরণ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১২:১১
মধ্যদুপুরে সাগরের নীলাভ জলের বুক চিরে ছুটছে স্পিডবোট। কড়া রোদ কিছুটা অসহনীয় হয়ে উঠেছে। যার প্রভাব বোটের যাত্রীদের চোখে-মুখে স্পষ্ট। ক্লান্ত শরীর এলিয়ে কেউ কেউ বোটে ঝিমুচ্ছিলেন। কেউবা রোদ থেকে বাঁচতে চোখ বুজে। হঠাৎ ভেসে এলো ডলফিন দেখার আহ্বান। অল্প সময়ে পরিচিত হয়ে ওঠা কণ্ঠ। তিনি বলে উঠলেন, ‘এই তোমরা দেখ, একটু এগোলেই ডলফিন দলবেঁধে তোমাদের স্বাগত জানাবে। তোমরা যতো জোরে চিৎকার করবে, ততো বেশি ডলফিন দেখতে পাবে।’