মুদি দোকানে যেতেও পাড়ি দিতে হয় ৪০০ মাইল!
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ১২:১৮
পাহাড়ি অঞ্চলে যারা বিচ্ছিন্নভাবে বসবাস করেন, তারা স্বাভাবিকভাবেই লোকালয়ে যেতে বেশ দীর্ঘ পথ পাড়ি দেন। সামান্য জিনিসটিও যেখানে আমরা ৫ মিনিটের মধ্যে হাতের নাগালে পেয়ে যাই, সেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ পথ অতিক্রম করে তা সংগ্রহ করেন। ঠিক তেমনই বিশ্বের এমন এক স্থান আছে, যেখানকার বাসিন্দারা এতোটাই বিচ্ছিন্ন যে মুদি দোকানে যেতেও তাদের পাড়ি দিতে হয় ৪০০ মাইল বা ৬০০ কিলোমিটার পথ। যেখানে গাড়িতে যেতেও সময় লাগে দুদিন। অবিশ্বাস্য হলেও সত্যি, কানাডার ইউকনের ঘটনা এটি। সেখানে গুটিকয়েক বাসিন্দার বাস।
- ট্যাগ:
- জটিল
- যোগাযোগ বিচ্ছিন্ন
- একা বসবাস