হাফে হাঁফ: কারও প্রাণনাশ ময়লায় পৌষ মাস

জাগো নিউজ ২৪ মোস্তফা কামাল প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৩

শিক্ষার্থীদের হাফ ভাড়া, নিরাপদ সড়কের আন্দোলনে তলিয়ে গেছে ঢাকার দুই সিটির ময়লা ব্যবস্থাপনা ও ময়লার গাড়ির ডাকাতি কাণ্ডকারখানা। ময়লার গাড়ি চাপায় পরপর কয়েকটি প্রাণনাশের ঘটনায় সামনে এসেছিল বিষয়টি। সিটির দুই কর্পোরেশনে একটু নড়াচড়া শুরু হয়।


সেইসঙ্গে অপকর্মের স্বীকারোক্তিসহ কিছু ওয়াদাও ঘুরছিল। নানা ঘটনা ও ইস্যুতে বাঁক ঘুরে গেছে। ময়লা ও ময়লার গাড়ি নিয়ে যা চলছিল তাই চলছে নির্ভয়ে। হাফ ভাড়ার আন্দোলনের সুযোগে হাঁফ ছেড়ে রীতিমতো পৌষ মাস তাদের। অল্প সময়ের ব্যবধানে নটর ডেমের শিক্ষার্থী নাঈম বা সংবাদকর্মী আহসানের মৃত্যু না হলে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িগুলোর বেপরোয়া কাণ্ড হয়তো আলোচনায়ই আসতো না। অনেকের জানাও হতো না কী বিশ্রি-হাস্যকর-অমানবিক ব্যবস্থাপনায় চলছে সিটি কর্পোরেশনের ময়লার গাড়িগুলো। এসব ময়লার গাড়ি চাপায় আদম সন্তানের প্রাণনাশের হানির তালিকা ছোট নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও