Japani Tel: ‘জাপানি তেল’ কী কী দিয়ে তৈরি? জড়িবুটির লম্বা তালিকা আর নামে অনেক চমক

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ১৭:৪৬

‘জাপানি তেল’— বিজ্ঞাপনের দৌলতে যে নামের সঙ্গে সাধারণের পরিচিতি বিপুল। তবে এই তেলকে নিয়ে বিতর্কও কম নয়। মিথ্যা দাবির অভিযোগে অনেক আগেই জাপানি তেলের বিজ্ঞাপন বন্ধ করে দেয় পুণের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। তবে জাপানি তেল নিয়ে কৌতূহল কমেনি। আসলে এর বিজ্ঞপনী চমক থেকেই মনে তৈরি হয় নানা প্রশ্ন। কী কী দিয়ে তৈরি হয়? কোথাকার ফর্মুলা?


প্রথমেই জেনে রাখা দরকার যে বিজ্ঞাপনে ‘আয়ুর্বেদিক ভায়াগ্রা’ বলে দাবি করা ‘জাপানি তেল’-এর সঙ্গে আদৌ জাপানের কোনও যোগাযোগ নেই। প্রাচীন কালে এই ফর্মুলায় জাপানে কোনও তেল তৈরি হত কি না তা-ও জানা যায় না। তবে ‘জাপানি তেল’-এর অন্যতম প্রধান প্রস্তুতকারক সংস্থা চতুর্ভুজ ফার্মা দাবি করে বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে এমন নানা আয়ুর্বেদিক উপাদান, উদ্ভিদ বা মূলের নির্যাস থেকে তৈরি হয় যৌনতার এই ‘টোটকা’।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে