![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F3528ece5-d487-446f-a21e-9b556cdb99b8%252Ftswiftcandle_101093527_606059110259806_8050494554763971316_n.jpg%3Frect%3D0%252C0%252C960%252C504%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252F38a30483-8bc0-4284-96f6-38fef6f8c749%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ভাঙা প্রেম বাঁধে গান
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ০৯:০৪
পপ তারকা টেলর সুইফটের অতীত ঘেঁটে অদ্ভুত এক ব্যাপার লক্ষ করা গেছে। প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরেই এসেছে তাঁর নতুন গান। দুঃখই যেন তাঁর নতুন একেকটি গীতিকবিতার জীবনমূল হয়ে উঠেছে। সম্প্রতি দেখা গেছে, এ ঘটনা কেবল সুইফটের জীবনেই নয়, ঘটছে আরও অনেক তারকার জীবনেই।
- ট্যাগ:
- বিনোদন
- বিচ্ছেদ
- পপ গান
- টেইলর সুইফট