![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-12%252F461c319a-e876-4197-804b-1bd706eebfb5%252Faaaaaaa.jpeg%3Frect%3D0%252C19%252C1000%252C525%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2021-11%252Febc47d93-19bc-4069-a224-7bdcb11cfab3%252Fwatermark_og.png%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ইরান-তুরস্ক টানাটানিতে বিপদে কুর্দিরা
বাকি ইরাকের তুলনায় কুর্দিস্তানে গত কয়েক বছরে স্থিতিশীলতা বিরাজ করছে। একটি স্বায়ত্তশাসিত আইনসভার মাধ্যমে পরিচালিত সেখানকার অর্থনৈতিক অবস্থা বাকি ইরাকের চেয়ে ভালো। কিন্তু সশস্ত্র গোষ্ঠীগুলোকে উচ্ছেদের ক্ষেত্রে তারা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে কুর্দিস্তানের গণতন্ত্র ও স্থায়িত্ব হুমকির মুখে পড়বে। ছায়াযুদ্ধে ক্ষতবিক্ষত হবে কুর্দিস্তান।