![](https://media.priyo.com/img/500x/https://img.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2021/12/03/261852135_2106528656162480_94185914603975483_n.jpg?itok=JEutZAMa×tamp=1638513389)
নিরাপদ সড়কের দাবিতে আজও রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান
নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১১টায় রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নিয়ে তারা ১১ দফা দাবিতে নিরাপদ সড়ক চেয়ে স্লোগান দেয়।
আন্দোলনরত শিক্ষার্থী সোহাগী সামিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোন ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। ১১ দফা দাবিতে এই আন্দোলন চলবে।'