![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Dec/1638494426_diya.jpg)
Dia Mirza: জন্মদিনে অনুদান চল্লিশ লক্ষ
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২১, ০৭:২১
পরিবেশ নিয়ে তাঁর সচেতনতা সর্বজনবিদিত। দিয়া মির্জ়া আগামী ৯ ডিসেম্বর পা দিতে চলেছেন চল্লিশে। নিজের ৪০ বছরের জন্মদিনে তিনি চল্লিশ লক্ষ টাকা দান করার কথা ঘোষণা করেছেন। ফরেস্ট ওয়ারিয়র অর্থাৎ বনরক্ষকদের মধ্যে যাঁরা অতিমারিতে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সাহায্যার্থে ব্যয় করা হবে সেই টাকা।