ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি মালবাহী ট্রেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর আজ বৃহস্পতিবার বিকেল থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এ তথ্য জানিয়ে রেলওয়ে পাকশী বিভাগীয় সহকারী প্রকৌশলী শিপন আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মালবাহী ট্রেনটি ভাঙ্গুড়ার বড়ালব্রিজ রেল স্টেশন এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পরে। এর মধ্যে একটি বগি কাত হয়ে আছে। অপর বগির চাকার পাশে থাকা স্প্রিং ভেঙ্গে গেছে।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১ বছর আগে