
ইন্টারনেটে দেখেছি ‘আকাশ ভেঙে পড়বে ’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২১, ১৫:২১
টিটো। একটি মোরগের নাম। সে একটি সাধারণ খাঁচায় বাস করত।
টিটোর মাথার ঝুঁটি খুব ছোট ছিল না, আবার অনেক লম্বাও ছিল না। সে অনেক চালাক ছিল না, বলতে গেলে বোকা টাইপের মোরগ ছিল টিটো।
একদিন সকালে টিটো নাশতা করছিল এবং ইন্টারনেটে খবর পড়ছিল। হঠাৎ একটি শিরোনাম দেখে খুব ভয় পেয়ে গেলো টিটো। ওই খবরের শিরোনামটি ছিল ‘আকাশ ভেঙে পড়বে’।
টিটো এতোটাই ভয় পেল যে নাশতা ফেলেই ছুটতে শুরু করল। আর চিৎকার করছিল, ‘আকাশ ভেঙে পড়বে… আকাশ ভেঙে পড়বে!’। টিটো মনে মনে ভাবছিল, ‘আমাকে সবাইকে সতর্ক করতে হবে!’