এবার সংসদীয় কমিটির এক বসায় তিন বৈঠক
ইতোপূর্বে এক বসায় দুই বৈঠক করলেও এবার এক বসায় তিনটি বৈঠক করেছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি। বুধবার (১ ডিসেম্বর) এই কমিটির তিনটি (৫৫, ৫৬, ৫৭তম) বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে, দেড়ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনটি বৈঠক সম্পন্ন হয়েছে। এর আগে এই কমিটি বেশ কয়েক দফায় এক বসায় দুটি করে বৈঠক করেছে।
জানা গেছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, বুধবার বিকালে সরকারি হিসাব সম্পর্কিত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে সংসদ সচিবালয় থেকে আগের দিন যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেখানে একটি (৫৫তম) বৈঠক অনুষ্ঠানের কথা বলা হয়। তবে একটির পরিবর্তে একই দিনে এবং এক বসায় তিনটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে তিনটি বৈঠকের জন্য দেড়ঘণ্টার মতো সময় লেগেছে।