You have reached your daily news limit

Please log in to continue


কাঠ ব্যবসার নাম কি সামাজিক বনায়ন

‘হামরা জানি সরকার গাছ লাগায়। কিন্তু সরকার যে গাছ কাটে, তাক তো কবার পাইনে।’ রাজারভিটা থেকে মণ্ডলপাড়া হয়ে (চিলমারী উপজেলা সদর) থানাহাট যাওয়ার রাস্তার ছায়াবহুল গাছগুলো কেটে ফেলা দেখে আক্ষেপ করছিলেন রমনা সরকারবাড়ির ভোলা সরকার (৬০)। তিনি আরও বলেন, ‘তার চাইতে হামাক কইলে হয়, হামরায় ফলের গাছ নাগে দিলাম হয়। গাছ সরকারের, ফল হামার।’

উল্লেখ্য, সম্প্রতি উলিপুর থেকে রানীগঞ্জ-রমনা-জোড়গাছ-পাত্রখাতা হয়ে কাশিমবাজার পর্যন্ত পাউবো বাঁধ সংস্কার হয়েছে। সেখানে জনগণ নিজ উদ্যোগে নানান ধরনের ফলদ-বনজ গাছ লাগাচ্ছেন। জোড়গাছ থেকে নন্দীর মোড় পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড আমবাগান করেছে। কারণ, বন বিভাগ বৃক্ষ রোপণ করলে তো কয় দিন পর কেটে নিয়ে যেত। কিন্তু পানি উন্নয়ন বোর্ড তা করবে না। ফলে গাছগুলো একদিন শতবর্ষী হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন