![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fla-20211201162842.jpg)
স্বামী পরিচয়ে ঘরে প্রবেশ, ধানক্ষেতে তুলে নিয়ে গৃহবধূকে নির্যাতন
লক্ষ্মীপুরের কমলনগরে স্বামী পরিচয়ে ঘরে ঢুকে গৃহবধূকে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামের ধানক্ষেত থেকে রক্তাক্ত ও অর্ধ-বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন আছে।