কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের পক্ষে ইউজিসি, খসড়া চূড়ান্ত

প্রথম আলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২১, ১০:১২

দেশের ভেতর বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকেন্দ্রের (স্টাডি সেন্টার) অনুমোদন নিয়ে বিতর্ক চলছে। খোদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, এ ধরনের অনুমোদন আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতিও (এপিইউবি) একই কথা বলে আসছে।


এ অবস্থায় বিদ্যমান বিধিমালা সংশোধন করে খসড়া চূড়ান্ত তৈরি করেছে ইউজিসি। এতে বেশ কিছু শর্তে অধ্যয়নকেন্দ্রের পরিবর্তে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস খোলার বিষয়টি যুক্ত করা হয়েছে। বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ৫০০-এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়গুলো এসব শর্ত পূরণ করে শাখা ক্যাম্পাস খুলতে পারবে। ইউজিসির সচিব ফেরদৌস জামান গত শনিবার প্রথম আলোকে বলেন, তাঁরা সংশোধিত খসড়া প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এতে বিদ্যমান অসংগতিগুলো তুলে ধরা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও